সালেহা চৌধুরী

মৌলিক লেখার সঙ্গে নিয়মিত অনুবাদ করেন। অনুবাদ গ্রন্থের সংখ্যা আটাশটি। তিনি লন্ডনে স্কুলে পড়াতেন। তখনই নানা সব বই তিনি পাঠ করেন, অনুবাদ করেন। বেশ কিছু ছোটদের এবং বেশ কিছু বড়দের। সব মিলিয়ে তার গ্রন্থসংখ্যা তিরাশিটির মতো। থাকেন লন্ডনে। লন্ডন ও ঢাকায় নিয়মিত যাতায়াত, দুটোই তার প্রিয় শহর। বয়স অনেক। তার ধারণা বয়সটা তেমন বাধা নয় এসব কাজে। তবে শারীরিক অসুবিধা যদি তাকে না থামায় তিনি লিখে যাবেন। পুরস্কারও পেয়েছেন কয়েকটি। পাঠকের ভালো লাগা বড় পুরস্কার।

মা : খোদেজা খাতুন
বাবা : সুজাত আলী
জন্ম : কোনো এক শীতের সকালে চল্লিশের দশকে।
প্রাতিষ্ঠানিক শিক্ষা : অনার্স ও এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা
ডিপ্লোমা—ইন চাইল্ড এডুকেশন - এভরিহিল কলেজ, লন্ডন।

নেশা : বই পড়া, গান শোনা, সময়—সুযোগ পেলে ভ্রমণ
সবচেয়ে বড় অভ্যাস লেখালেখি।

পেশা-
১. ঢাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা - ৫ বছর
২. লন্ডনে প্রাইমারি স্কুল টিচার - ২০ বছর

কিছু উল্লেখযোগ্য বই-

উপন্যাস

১. লন্ডন রূপকথা নয়
২. বিন্নিধানের খৈ
৩. শেষ মারবেলা
৪. জারাখান ও শ্রেষ্ঠ প্রেমিক
৫. ময়ূরীর মুখ
সালেহা চৌধুরী এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use